বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলের প্রার্থী: সালাহউদ্দিন আহমেদ সর্বসাধারণের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল কোরআন হাতে নিউইয়র্কের প্রথম মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি অপহৃত মাদরাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩ মায়ের জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি, তারেক রহমানের কৃতজ্ঞতা `এই অনাচার ও উশৃঙ্খলার বিরুদ্ধে পাড়ায় মহল্লায় উদ্যোগ নেওয়া হোক’ ‘বর্ষবরণের নামে উন্মাদনা অপরিণামদর্শিতা ছাড়া আর কিছু নয়’ বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা: ধর্ম উপদেষ্টা রাজধানীতে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ এর চেয়েও বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়: আজহারী

রোহিঙ্গা সংকট: বাংলাদেশের পাশে রয়েছে মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকিমশনার আমির ফরিদ বিন আবু হাসান বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই বাংলাদেশের পাশে রয়েছে মালয়েশিয়া। এই সংকটে মালয়েশিয়া সবসময় ইতিবাচক সাড়া দিয়ে আসছে।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকিমশনার ।

মালয়েশিয়ার ৬২তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে দেশটি। মালয়েশিয়ার হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশটির ভারপ্রাপ্ত হাইকিমশনার আমির ফরিদ বিন আবু হাসান।

মতবিনিময় অনুষ্ঠানে মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকিমশনার বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই মালয়েশিয়া বাংলাদেশের পাশে আছে। এই সংকট সমাধানে মালয়েশিয়া আসিয়ান ও আহা সেন্টারের সঙ্গে কাজ করছে। মালয়েশিয়ার সরকারি-বেসরকারি পর্যায় থেকে রোহিঙ্গাদের খাদ্য, অর্থ, বস্ত্র ও আশ্রয় সহায়তা দিয়ে আসছে।

তিনি বলেন, বাংলাদেশের টেকনাফের কুতুপালংয়ে রোহিঙ্গাদের চিকিৎসার জন্য মালয়েশিয়ার সহায়তায় হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। এই হাসপাতাল থেকে এরইমধ্যে ৮০ হাজারের বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আমির ফরিদ বিন আবু হাসান জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি ট্যুরিস্ট দিনেদিনে বাড়ছে। ২০১৮ সালে বাংলাদেশ থেকে দেড় লাখ লোক মালয়েশিয়া ভ্রমণ করেছেন। মালয়েশিয়ায় ভ্রমণ ছাড়াও কম খরছে উন্নতমানের চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ বাড়ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ‘ভিজিট মালয়েশিয়া-২০২০’ লোগো উন্মোচন করা হয়।

এতে আরো বক্তব্য রাখেন মালয়েশিয়া হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ ইহায়া বিন রহমান, ট্যুরিজম মালয়েশিয়া ঢাকার মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শোহেব, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের মার্কেটিং উন্নয়ন বিভাগের পরিচালক ফারাহ ডেলাহ সুহাইমি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ