বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলের প্রার্থী: সালাহউদ্দিন আহমেদ সর্বসাধারণের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল কোরআন হাতে নিউইয়র্কের প্রথম মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি অপহৃত মাদরাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩ মায়ের জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি, তারেক রহমানের কৃতজ্ঞতা `এই অনাচার ও উশৃঙ্খলার বিরুদ্ধে পাড়ায় মহল্লায় উদ্যোগ নেওয়া হোক’ ‘বর্ষবরণের নামে উন্মাদনা অপরিণামদর্শিতা ছাড়া আর কিছু নয়’ বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা: ধর্ম উপদেষ্টা রাজধানীতে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ এর চেয়েও বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়: আজহারী

রোহিঙ্গাদের বিশাল সমাবেশের নেপথ্য খতিয়ে দেখবে টাস্কফোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গাদের বিশাল সমাবেশের আয়োজনের নেপথ্যের বিষয় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্স কমিটি।

বুধবার (২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠকে এ আলোচনা হয়।

এতে কীভাবে রোহিঙ্গাদের এত বড় সমাবেশের আয়োজন হলো সে বিষয়ে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যর্থতার কারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে ২৫ আগস্ট কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের সমাবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রোহিঙ্গাদের এত বড় সমাবেশ হলেও মাঠ প্রশাসন থেকে ঢাকার প্রশাসনকে অবহিত কেন করা হয়নি। এ সমাবেশ আয়োজনের পেছনে কারা ছিল সে বিষয়ে খতিয়ে দেখার বিষয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট উখিয়ায় এক বিশাল সমাবেশ করে রোহিঙ্গারা। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের দুই বছর পূর্তিতে আয়োজিত এ সমাবেশ নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ