বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলের প্রার্থী: সালাহউদ্দিন আহমেদ সর্বসাধারণের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল কোরআন হাতে নিউইয়র্কের প্রথম মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি অপহৃত মাদরাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩ মায়ের জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি, তারেক রহমানের কৃতজ্ঞতা `এই অনাচার ও উশৃঙ্খলার বিরুদ্ধে পাড়ায় মহল্লায় উদ্যোগ নেওয়া হোক’ ‘বর্ষবরণের নামে উন্মাদনা অপরিণামদর্শিতা ছাড়া আর কিছু নয়’ বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা: ধর্ম উপদেষ্টা রাজধানীতে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ এর চেয়েও বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়: আজহারী

কাশ্মীর ইস্যু কোনভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়: আহমদ আবদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যু কোনভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

তিনি বলেন, কাশ্মীর ইস্যু কোনভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়। ভারত শক্তি প্রয়োগ করে কাশ্মীরের স্বাধীন সত্ত্বাকে হরণ করতে চাচ্ছে। ১৯৪৮ সালের জাতিসংঘ প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীরী জনগণের মতামতের ভিত্তিতেই গোলযোগপূর্ণ কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে।

আজ বুধবার খেলাফত মজলিসে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ভারত সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে ভারত কাশ্মীর অবরুদ্ধ করে রেখেছে। নাগরিক সুবিধা বন্ধ করে দিয়ে ভারতীয় বাহিনী কাশ্মীরীদের উপর অকথ্য জুলুম চালাচ্ছে। কাশ্মীরী মুসলমনাদের জীবন নিয়ে বিশ্ববাসী গভীরভাবে শংকিত। কাশ্মীরীদের অধিকার আদায় ও অবরুদ্ধ কাশ্মীরী জনগণকে রক্ষায় জাতিসংঘসহ বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, আলহাজ্ব আবু সালেহীন, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাওলানা আজীজুল হক, হাজী নূর হোসেন প্রমুখ।

বৈঠকে আগামী ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘চামড়া শিল্পসহ সর্বব্যাপী আর্থ-সামাজিক অস্থিরতা ও করণীয়’ শীর্ষক সেমিনারের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ