বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭


মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুর ৭ রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড়ে বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ২৪ ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৩ আহত হয়েছেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা লে. কর্ণেল জি্ল্লুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমান এখনি বলা যাচ্ছে না। তদন্তের পর বলা যাবে। পানির স্বপ্লতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

৭০ ভাগ আগুন নেভানো হয়েছে। ৩০ ভাগ নির্বাপন করতে কিছুটা সময় লাগবে বলে জানান ফায়ার সার্ভিসের ডিরেক্টর অপারেশন (মেইনটেনেন্স) লে. কর্ণেল জিল্লুর রহমান।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

জানা যায়, ওই এলাকার পাশাপাশি রূপনগর বস্তি, চলন্তিকা বস্তি ও ৭ নম্বর আরামবাগ বস্তি রয়েছে। তিনটি বস্তির মাঝে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রায় ১০ হাজারের মতো ঘর রয়েছে বস্তিগুলোতে।

ঈদ উপলক্ষ্যে অধিকাংশ ঘরের বাসিন্দারাই ঢাকার বাইরে। তালাবদ্ধ ঘরগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। চলন্তিকার মোড়ের সবকটি রাস্তায় সাধারণ যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ