শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


মিয়ানমার সেনাদের ৩টি জাহাজে রকেট হামলা, নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌবাহিনীর দুটি জাহাজে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র আরাকান স্বাধীনতাকামীরা। এ আরাকান আর্মির হামলায় মিয়ানমার নৌবাহিনীর এক সেনা ক্যাপ্টেনসহ তিন জন নিহত হয়েছে।

ইরাবতী, সিনহুয়া নিউজের বরাতে জানা যায়, রাখাইনের দক্ষিণাঞ্চলীয় কিয়াউকফাইয়ু শহরের মাইবন নদীতে এ ঘটনা ঘটে। হামলার খবর মিয়ানমার সরকার গোপন রাখলেও কিয়াউকফাইয়ু জেনারেল হাসপাতালের এক কর্মী ময়না তদন্তের জন্য তিন মরদেহ শনিবার পৌঁছানোর কথা স্বীকার করেছেন।

এদিকে সংবাদমাধ্যম ইরাবতী দুই জাহাজে হামলার কথা বললেও সিনহুয়ার খবরে বলা হয়, মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে রকেট হামলা চালানো হয়েছে।

সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে একজন লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪৩ এর একজন ক্যাপ্টেন এবং অপর দুজন দানিয়াবতী নৌঘাঁটির দুই কর্মী। নিহত ক্যাপ্টেনের নাম সোয়ে হতেত অং।

আরাকান আর্মির পক্ষ থেকে দাবী করা হয় যে, হামলায় প্রায় ১০ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ২০ জন। এদিকে এ ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: ইরাবতি, সিনহুয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ