মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

টঙ্গীতে তামীরুল মিল্লাতের ছাত্রাবাস থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীতে এক মাদরাসা ছাত্রের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। রবিবার (২১ জুলাই) বিকালে টঙ্গীর তামীরুল মিল্লাত মাদরাসার একটি ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের হোসেন তামীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিমের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জুবায়ের দিনাজপুরের বীরগঞ্জ থানার ভূগনগর গ্রামের এনামূলের ছেলে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই তানভীর আহম্মেদ জানান, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার আইডিয়াল হোস্টেলের দ্বিতীয় তলা থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

লাশের সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ এমদাদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি হত্যা না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা তদন্ত সাপেক্ষে তা বলা যাবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ