শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

যেভাবে অংশ নেবেন সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৭ থেকে ১১ সেন্টেম্বর সৌদি আরবের মক্কায় ৯১তম বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় বরাবরের মতো অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশি কুরআনের হাফেজরা। 

এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী হাফেজদের (পুরুষ)  দরখাস্ত আহ্বান করেছে ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ ।

দুটি গ্রুপে এ প্রতিযোগিতার আয়োজন করে সৌদি আরব। অনুর্ধ্ব ২৫ বছর বয়সী হাফেজরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ইতিপূর্বে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযােগিতায় অংশগ্রহণকারী প্রার্থীরা আবেদন করতে পারবে না।

প্রথম বিভাগ ‘তাজবিদসহ পূর্ণ ৩০ পারা হিফজ’ বিষয়ের প্রতিযোগিতায় আগ্রহীদের আগামী ১ জুলাই এবং দ্বিতীয় বিভাগ ‘তাজবিদসহ ধারাবাহিক ১৫ পারা হিফজ’ বিষয়ের প্রতিযোগিতায় আগ্রহীদের পরের দিন ২ জুলাই সকাল ১০টায়  ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে সকাল ১০টায় নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে।

প্রতিযোগিতায় আগ্রহীদের জন্য শর্তাবলী - 

১. প্রার্থীকে ২ (দুই) কপি সদ্য তােলা পাসপাের্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ/ জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, শিক্ষাগত যােগ্যতার সনদ এবং জীবনবৃত্তান্তসহ নির্ধারিত নমুনা আবেদন ফরম নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয় অথবা ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট www.islamicfoundation.gov.bd হতে সংগ্রহপূর্বক আবেদনপত্র আগামী ২৭ জুন (বৃহস্পতিবার) বিকাল ৫ টার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে।

২. ইতিপূর্বে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযােগিতায় অংশগ্রহণকারী প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নেই।

৩. যে কোন তফসিলি ব্যাংক হতে ‘ইসলামিক ফাউন্ডেশন” শিরােনামে ২০০/- (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট। পে -অর্ডার (অফেরতযােগ্য) দরখাস্তের সাথে অবশ্যই সংযােজন করতে হবে।

৪. নির্বাচিত প্রার্থীকে পরবর্তী ২ (দুই) দিনের মধ্যে আন্তর্জাতিক পাসপাের্ট (MRP) ও প্রয়ােজনীয় কাগজপত্র নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে জমা দিতে হবে।

৫. নির্বাচনী পরীক্ষায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

৬. কর্তৃপক্ষ নির্বাচনী পরীক্ষার তারিখ পরিবর্তন এবং অসম্পূর্ণ দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

৭. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ ডিএ প্রদান করা হবে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ