বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

ইরানে হামলা করলে ১৫০ জন মারা যাবে, তাই হামলা করেনি: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ওপর হামলা করার জন্য যে নির্দেশ দেয়া হয়েছিল তাতে ইরানের তিনটি স্থানে প্রায় ১৫০ জন নাগরিক নিহত হতো।

তাই হামলা করার ১০ মিনিট আগেই সেটি বাতিল করা হয়। শুক্রবার এক টুইট বার্তায় এসব কথা জানান ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরো বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আন্তর্জাতিক পানিসীমার ওপর দিয়ে যাওয়া একটি চালকবিহীন মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতেই তিনি ইরানের তিনটি আলাদা আলাদা স্থানে হামলা করারও নির্দেশ দেন।

কিন্তু হামলার সকল প্রস্তুতি শেষে তিনি এক জেনারেলকে জিজ্ঞেস করেন, এতে কতজন মানুষ মারা যাবে? তখন ওই জেনারেল তাকে ১৫০ জন মানুষ মারা যেতে পারে জানালে তিনি হামলার ১০ মিনিট আগে তা বাতিল করেন।

কারণ যুক্তরাষ্ট্রে একটি চালকবিহীন ড্রোন ভূপাতিত করার বিপরীতে ইরানের ১৫০ জন মানুষ মারা যাওয়ার বিষয়টি সমানুপাতিক হয় না।

ট্রাম্প আরো দাবি করেন, হামলা করার জন্য মার্কিন সরকারের মধ্যে কোন তাড়া নেই। কারণ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুনর্গঠিত, সারা বিশ্বের মধ্যে সেরা এবং সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত।

এছাড়া ইরানের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা ইতোমধ্যেই জারি রয়েছে এবং এই ঘটনার পর বৃহস্পতিবার রাতে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুধু তাই নয়, ইরান কখনো নিজেদের পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না এবং যুক্তরাষ্ট্রসহ কোন দেশের বিরুদ্ধেই তা ব্যবহার করতে পারবে না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার একটি মার্কিন ড্রোন আরকিউ-৪এ গ্লোবাল হক ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সেটি গুলি করে ভূপাতিত করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ