শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ইসলামী মূল্যবোধে দেশ চালাতে চায় বর্তমান সরকার: গণপূর্তমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, যারা মাদরাসায় পড়ছেন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত, তাদের পেছনে রেখে এ দেশ চলতে পারে না।

তিনি বলেন, বর্তমান সরকার ইসলামী মূল্যবোধ ও কুরআন হাদিসের ভিত্তিতে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক সেটা চায়। কুরআন-হাদিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান তাদেরও কোনো ক্ষতি হবে না।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরিফের মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীও ইসলামবান্ধব। তাই তিনি কওমি মাদরাসা শিক্ষার্থীদের এমএ পাসের সমমান মর্যাদা দিয়েছেন। বিভিন্ন মহল থেকে এর সমালোচনা করা হলেও, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

শ ম রেজাউল করিম প্রশ্ন রেখে বলেন, মাদরাসায় যারা পড়ালেখা করে তারা কি অন্ধকারে পড়ে থাকবে? তারা কি ডিসি এসপি হতে পারবে না, কলেজ-ইউনিভার্সিটির প্রফেসর হতে পারবে না? তাদের চাকরির অধিকার আছে।

ছারছিনা দরবার শরিফের পীর শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহর সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ