মুফতি আবদুল্লাহ তামিম: ভারতের দারুল উলুম দেওবন্দের ফতোয়ার অনলাইন সাইটে ১৬৮৭৫৮ নং প্রশ্নে একজন প্রশ্ন করেন, পিতার আদেশে জামাত পরিত্যাগ করা যাবে কি না?
এর উত্তরে দারুল উলুমের ১৬৮৭৫৮ নম্বর উত্তরে বলা হয়, প্রশ্ন থেকে অনুমান করা যায় পিতার নিকট দোকানের কাজের গুরুত্ব জামাতের সঙ্গে নামাজের চেয়ে বেশি। যদি এটা সত্য হয়, তাহলে খুবই দুঃখজনক কথা। আল্লাহ আপনার পিতার বিশ্বাস ও ধর্মের প্রতি সঠিক বুঝ দান করুন।
খুব ভাল হয়, যদি আপনি সময়ে সময়ে আপনার পিতার কাছে জামাতের সঙ্গে নামাজ আদায়ের গুরুত্ব, জামাত পরিত্যাগের শাস্তি, প্রজ্ঞা ও নম্রতার সঙ্গে বলতে থাকেন। তার জন্য দুয়া করতে থাকেন, যেন তিনি জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। এবং সে ব্যাপারে গুরুত্ব প্রদান করেন।
আপনার যেন জামাতের সঙ্গে নামাজ আদায় ছুটে না যায় সেদিকে খেয়াল রাখবেন। কেননা আমরা জানি না দোকান থেকে মসজিদে দূরত্ব কতটুকু? দোকানে কী ধরণের কাজ সে বিষয়েও আমরা অবগত নয়। তারপরও বলি জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি। সেদিকে লক্ষ্য রাখতে হবে।
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        