বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হাসিনার নৃশংসতার প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা : তথ্য উপদেষ্টা  রংপুরে সেদিন বৃষ্টি নয়, ঝরেছিল ছাত্র-জনতার রক্ত : চিফ প্রসিকিউটর সাজদায়ে সাহুর সঠিক পদ্ধতি কী?  প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে তিন উপদেষ্টা তিয়শ্রী উলামা পরিষদের উদ্যোগে তাফসির মাহফিল ৭ সেপ্টেম্বর ওয়াই-ফাইয়ের রেডিয়েশন, স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? মৌসুমি সবজির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষকরা : স্বরাষ্ট্র উপদেষ্টা ‘নির্বাচনের রোডম্যাপ কালই ঘোষণা হতে পারে’ ‘একই স্থানে মসজিদ-মন্দিরের জমি প্রদান প্রমাণ করে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ’ আন্তর্জাতিক স্কলার্স সেমিনারে বাংলাদেশ ও ব্রিটেনের প্রতিনিধি ড. মাওলানা শুয়াইব আহমদ

বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় ট্রাম্প প্রশাসনকে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি। কমিটির সদস্যরা এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র কাছে চিঠি লিখেছেন।

পাশাপাশি তারা বাংলাদেশে গণতন্ত্র রক্ষার জন্য ট্রাম্প প্রশাসনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ।

কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রধান, এশিয়া ও প্যাসিফিক সাব-কমিটির নেতাসহ ছয়জন কংগ্রেসম্যান চিঠিতে স্বাক্ষর করেছেন। পাশাপাশি পেন্টাগন থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগগুলো ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে কংগ্রেসের সদস্যরা চিঠিতে উল্লেখ করে বলেন, বাংলাদেশে গণতন্ত্রের নেতিবাচক গতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।

বিশেষ করে ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে বলে অভিযোগ আছে। ইন্দো-প্রশান্ত অঞ্চলে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত করা মার্কিন স্বার্থেই জরুরি এবং বাংলাদেশে নির্বাচনে অনিয়মের যে অভিযোগ আসছে, তা ওইসব স্বার্থের জন্য বড় হুমকি।

বাংলাদেশে গণতন্ত্রচর্চার দীর্ঘ ঐতিহ্য রয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, নির্বাচনের সময় সংঘর্ষ, গণগ্রেফতার এবং বাকস্বাধীনতার ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করেছে।

নির্বাচনের ফল তুলে ধরে বলা হয়, সরকারের নিয়োগ করা নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনকে বৈধ ঘোষণা করলেও আমরা (মার্কিন কংগ্রেস) বিশ্বাস করি অনিয়মের যেসব অভিযোগ উঠেছে তা গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

ভোট গ্রহণ শুরুর আগে কিছু জায়গায় ব্যালট বাক্সপূর্ণ দেখতে পাওয়ার ঘটনা, আওয়ামী লীগের ভোট কেন্দ্র দখলসহ বেশকিছু অভিযোগের কথা সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে উল্লেখ করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ