শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

মসজিদে নির্বিচারে গুলির ২ বছর পর ৪০ বছরের কারাদণ্ড হামলাকারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডার কুইবেকে অতর্কিতে মসজিদে ঢুকে নির্বিচারে গুলি করে ছয় জনকে হত্যার ঘটনায় হামলাকারীকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

আলেক্সান্ডার বিসোনেট নামের হামলাকারীর বর্তমান বয়স ২৯। ২৭ বছর বয়সে ওই হামলার ঘটনায় সাজাভোগ শেষে তার বয়স হবে ৬৭ বছর।

মাত্র ৪০ বছর কারাদণ্ড দেওয়ায় ওই ঘটনায় বেঁচে যাওয়া অনেকেই হতাশ। তাদের বক্তব্য হলো, বিসোনেট যে মাত্রায় অপরাধ সাজাতে তার প্রতিফলন ঘটেনি। তারা বিসোনেটের আরও শাস্তির প্রত্যাশা করেছিলেন।

২০১৭ সালে ২৯ জানুয়ারি রাতে নামাজের সময় কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে নির্বিচারে গুলি ছোড়ে আলেক্সান্ডার বিসোনেট। এতে ৬ জন নিহত ও ৮ জন আহত হন।

ঘটনার পর দুই বন্দুকধারীকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ। ওই সময় এ ঘটনাকে সন্ত্রাসী হামলা অভিহিত করে এর নিন্দা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিশ্বের শান্তিকামী মানুষ এ ঘটনার নিন্দা জানায়।

২০১৮ সালের মার্চ মাসে বিসোনেট হত্যার অভিযোগ স্বীকার করেন। পরে তাকে ৬ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

আইনজীবীরা তার ১৫০ বছর কারাদণ্ডের আবেদন করেন, যা কানাডায় কারাদণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ। তবে বিচারক ফ্রাংকোস হুয়োট বিসোনেটের জীবদ্দশায় মুক্তির সম্ভাবনা বিবেচনা করেন।

কুইবেকের সুপিরিয়র কোর্টের বিচারক সাজার রায় পড়ে শোনানোর সময় বলেন, শাস্তি প্রতিহিংসা হওয়া উচিত নয়।

কানাডার খুনের সর্বোচ্চ শাস্তি স্বয়ংক্রিয়ভাবে ২৫ বছর কারাদণ্ড। এর মধ্যে কোনো মুক্তির সুযোগ নেই।

উভয় পক্ষের আইনজীবীরা বলেছেন, বিচারকের দীর্ঘ সিদ্ধান্ত তারা বিশ্লেষণ করবেন এবং আপিলের সম্ভাবনা আছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ