শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


সরকারের তত্ত্বাবধানে ইজতেমার কাজ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের তত্ত্বাবধানে ইজতেমার যাবতীয় সবকাজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি ইজতেমা বিষয়ে জানিয়েছেন, আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ইজতেমার আয়োজনের কাজ চলছে। গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিভাগীয় কমিশনার ও গাজীপুর জেলা প্রশাসকের নেতৃত্বে মাঠ পরিস্কার ও যাবতীয় ইউটিলিটিজর ব্যবস্থা করা হবে। তবে ইজতেমার বাকি কাজ কিভাবে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে এখনও।

আজ রোববার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তাবলিগ জামাতের আসন্ন ইজতেমা বিষয়ে দুই পক্ষের নেতাদের নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাবলিগের দুপক্ষের মধ্যে একটু মতবিরোধ ছিল। তারা একমত হয়ে আমাদের কাছে এসেছিলেন। তারপর তাদের মতামত নিয়ে ইজতেমার সিদ্ধান্ত হয়। আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত তা ঠিক আছে।

দুই পক্ষের মধ্যে থেকে দু’জন করে নিয়ে মোট চারজন করে প্রতিনিধি নিয়ে ধর্ম প্রতিমন্ত্রী আজ আবারও বসবেন। তারা বসে ইজতেমার সংশ্লিষ্ট বিষয়গুলো কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করবেন বলেও জানান তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আলোচনা চলছে, সমস্যার সমাধান হবে। কে বয়ান করবে, কে মোনাজাত করবে এবং কে পরিচালনা করবে এগুলো নিয়ে ঝামেলা আছে। আর তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলোচনা চলছে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মাদ আব্দুল্লাহ বলেন, আমরা যে যাই বলি প্রশাসনের পক্ষ থেকে আমরা সবার কথা শুনেছি এবং একমতে পৌঁছেছি। দুই বিবাদমান পক্ষ মিলে ঐক্যবদ্ধভাবে ইজতেমা হবে। এখন আমাদের পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে ইজতেমায় যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সে ব্যবস্থা করা।

ইজতেমায় মাওলানা সাদ এবার আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে শেখ মুহাম্মাদ আব্দুল্লাহ বলেন, এটা নিয়ে আজ কোনো আলোচনা হয়নি।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পুলিশ প্রধান, র‌্যাব প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ আরো কয়েকজন সরকারী কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ