আওয়ার ইসলাম: ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দেশটির মুসলমানদের ঘৃণা করে বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল। তিনি আরও দাবি করেন, শুধু মুসলমান নয়; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল মুসলিমদের পাশাপাশি উত্তরপ্রদেশ ও বিহারের মানুষকেও ঘৃণা করে।
শনিবার জাতীয় রাজধানীর বাদারপুরে এক র্যািলিতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
কেজরিওয়াল দাবি করেন, অতীতে ক্ষমতাসীন বিজেপি ৪ লাখ মুসলিম ভোটারকে নিয়ে ছিনিমিনি খেলেছে। এমনকি, তারা ভোটার তালিকা থেকে মুসলমানদের নাম পর্যন্ত মুছে দিয়েছে। শুধু মুসলমান নয়, বিহার ও উত্তরপ্রদেশের অন্য মানুষদের বেলায়ও বিজেপি একই কাজ করেছে।’
আসন্ন লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির জন্য ভোট চেয়ে তিনি আরও বলেন, ‘মুসলমানদের ঘৃণা করে বলে তাদের নামও মুছে দিয়েছে বিজেপি। বানিয়া সম্প্রদায়ের ভোট না পাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে বিজেপি তাদের ভোটই দিতে দেয়নি।’
আম আদমি পার্টির এ নেতা বলেন, ‘ভোটার তালিকা থেকে যেসব সম্প্রদায়ের নাম বাদ দিয়েছে বিজেপি, সেসব সম্প্রদায়ের মানুষের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। শিগগিরই এ কাজটা হয়ে যাবে। তবে আমার অনুরোধ, বিজেপির এমন কাজের পরও তাদের আর আপনারা ভোট দেবেন না।’
কেপি