আবদুল্লাহ তামিম: তাবলিগে তালিম হওয়া মুনতাখাব আহাদিস সম্পর্কে সম্প্রতি একজন দারুল উলুম দেওবন্দে ফতোয়া জানতে চেয়েছেন। তার প্রশ্নের উত্তরে দারুল উলুম দেওবন্দের নির্দেশনা আসে।
প্রশ্নটি ছিলো এমন, ‘হযরত আমার প্রশ্ন হলো, বিভিন্ন মসজিদে মুনতাখাব আহাদিস কিতাবের তালিম করা হয়। আমি জানতে চাই এ কিতাব তালিম সম্পর্কে শরিয়তের বিধান কী? প্রশ্ন নং: ১৬৮১৬৭১
এ প্রশ্নের উত্তরে দারুল উলূম দেওবন্দের দারুল ইফতার পক্ষ থেকে জানানো হয়,‘মুনতাখাব আহাদিস গ্রন্থে হাদিসসমূহের ব্যাখ্যা নেই। যার ফলে জনসাধারণ হাদিসগুলোর মর্ম বুঝতে সমস্যা হয়। এজন্যে ফাজায়েলে আমাল তালিম করা জনসাধারণের জন্যে ভালো হবে। ফতোয়া নম্বর: 657-533/B=05/1440
উল্লেখ্য, তাবলিগ জামাতের তালিমের জন্য যেসকল হাদিসের কিতাবাদি পড়া বা শোনা হয়ে থাকে তারমধ্যে ‘মুন্তাখান হাদীস’ অন্যতম একটি।
মুন্তাখাব হাদিস বা ‘মুন্তাখাব’ শব্দটি অর্থ হচ্ছে ‘নির্বাচিত’। অর্থাৎ মুন্তাখাব হাদিস এর পূর্ণ অর্থ দাড়ায় ‘নির্বাচিত হাদিস’। অর্থাৎ এ কিতাবের প্রতিটি হাদিস ই নির্বাচিত সহিহ।
মুন্তখাব হাদিস কিতাবটিতে গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে তাই এ ইসলামিক বাংলা বই টি খুবই জনপ্রিয়, বিশেষকরে তাবলিগের সাথী-শুভাকাংঙ্খীদের কাছে এটি খুবই প্রিয় একটি ইসলামি হাদিসের কিতাব।
বইটির মূল লেখক হযরতজির মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভি রহ. উর্দু অনুবাদ মাওলানা সাদ কান্ধলভি। বাংলা অনুবাদ মাওলানা জুবায়ের আহমদ ।
সূত্র: দারুল উলুম দেওবন্দের ওয়েব সাইট। ফতোয়াটি দেখতে ক্লিক করুন
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        