বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

মালিক বিন দিনার রহ. এর বাড়িতে ভয়ংকর এক চোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদ জাকারিয়া>

মালিক বিন দিনার রহ.এর বাড়িতে একদিন এক ভয়ংকর চোর এসেছে। চোর সে-সময়ের সবচেয়ে কুখ্যাত দুর্ধর্ষ চোর হিসেবে খ্যাত ছিলো।

দীর্ঘসময় খোঁজাখুজি করেও মালেক বিন দিনার রহ. এর ঘরে একটি কানা কড়িও পেলো না চোর বাবাজি। এরপর ভালোকরে সামনে তাকিয়ে দেখলো মালিক বিন দিনার জায়নামাজে নামাজ পড়ছেন।

মালেক বিন দিনার সে-সময় সালাম ফিরালেন। দেখলেন, ঘরে কিছু না পেয়ে চোর হাবার মতো দাঁড়িয়ে আছে। মোক্ষম সুযোগ পেয়ে মালিক বিন দিনার চোরকে বললেন-

আমার ঘরে দুনিয়ার ভোগ বিলাসের উপকরণ খুঁজতে এসেছো। কিন্তু কিছুই পেলে না। পাবেও না কিছু। ক্ষণস্থায়ী দুনিয়ার কিছুই যে আমি জমা করিনি।

আচ্ছা তোমার কাছে কি আখেরাতের উপকরণ ও পাথেয় আছে কোনো কিছু? চোর বিস্ময়ে হতবাক হয়ে মালিক বিন দিনারের দিকে তাকিয়ে আছে- লোকটা বলে কী!

মালিক বিন দিনার তার দরদী হৃদয়ের ওয়াজ চালিয়ে গেলেন। এক সময় কুখ্যাত চোরের দু‘চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ফজরের সময় হয়ে গেলো। দু‘জনেই একসঙ্গে মসজিদে নামাজ আদায় করতে চললেন।

মুসল্লিরা দেখে তো হতবাক- এতো ভয়ংকর চোর এতো বড় আলেমের সাথে! তাও আবার মসজিদে নামাজ পড়তে এসেছে! কীভাবে সম্ভব!

মালিক বিন দিনার রহ, ফজর সবাইকে উদ্দেশ্য করে বললেন, সে আমাদের বাসায় চুরি করতে এসেছে।
আমি তার দিল চুরি করে নিয়েছি। তার পরিবর্তন এসেছে।

এজন্যই বলা হয় ( الكلمة الطيبة مفتاح القلوب)
ماسمي القلب قلباً إلا لكثرة تقلب উত্তম কথা দীলের তালার চাবি। আর কলবকে কলব বলা হয় এ কারণে যে, তা অনেক বেশি পরিবর্তনশীল।

লেখক- শিক্ষক, জামিয়া মাদানিয়া রওজাতুল উলূম আলেখারচর বিশ্বরোড, কুমিল্লা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ