বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


উত্তর-দক্ষিণের সঙ্গে ট্রেন চালু ৩ ঘণ্টা পর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বেলা সাড়ে ১১টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী একটি মালবাহী ট্রেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার দীলপাশা রেল স্টেশন পার হওয়ার সময় রেল লাইনের একপাশের স্লিপার ভেঙে সরে যায়।

বিষয়টি স্থানীয় এক ব্যক্তির নজরে এলে তিনি পার্শ্ববর্তী দীলপাশা স্টেশন কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিক ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বর্তমানে ঢাকা থেকে ছেড়ে আসা মৈত্রী ট্রেন লাহেরী পাড়া স্টেশন থেকে ও কলকাতা থেকে ছেড়ে আসা আপ মৈত্রী ট্রেন চাটহোর থেকে আর ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে থেকে রওনা দিয়েছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ