আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় নির্বাচনক সামনে রেখে নির্বাচনী প্রচারণা ও জনসভা করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ সিলেটে যাবেন। প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় বিমানে সিলেট পৌঁছাবেন।
বিকাল সাড়ে ৪টায় আবার বিমানেই ঢাকায় ফিরবেন। দলীয় প্রধানের এই সফর সামনে রেখে শুক্রবার রাতে কেন্দ্রীয় নেতাদের অগ্রবর্তী টিম সিলেটে পৌঁছে।
আজকের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। জনসভা সামনে রেখে উজ্জীবিত চার জেলার আওয়ামী লীগ কর্মী ও সমর্থকরা। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।জনসভার মাঠ ও মঞ্চের নিরাপত্তার জন্য একাধিক গোয়েন্দা সংস্থা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। নজরদারিতে রাখা হয়েছে মাঠের আশপাশের আবাসিক বাসিন্দা ও ব্যবসায়ীদের।
দলীয় সূত্রের মাধ্যমে জানা যায়, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় বিমানে সিলেট পৌঁছাবেন। বিকাল সাড়ে ৪টায় আবার বিমানেই ঢাকায় ফিরবেন তিনি। ৬ ঘণ্টার এ সফরে প্রধানমন্ত্রী সিলেট পৌঁছেই নগরীর তিন আউলিয়া হজরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
পরে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় শেষে দুপুর আড়াইটায় মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে যাবেন। ওই মঞ্চে পরিচয় করিয়ে দেয়ার কথা এবারের নির্বাচনে সিলেট বিভাগের নৌকা প্রতীকের কাণ্ডারীদের।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, জনসভা শেষে সিলেট ক্লাবে বিভাগের নৌকার প্রার্থী ও সিনিয়র নেতাদের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময় করবেন। জননেত্রী শেখ হাসিনা এবার সিলেট সফরে আসছেন সম্পূর্ণ আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে। নির্বাচনী আচরণবিধি মেনে সরকারি কোনো সুযোগ-সুবিধা নেয়া হচ্ছে না।
ইসলামের দৃষ্টিতে একজন ভোটপ্রার্থী কেমন হওয়া চাই
এএ