বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ছাড়া নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম তালাক নয়, সংশোধনেই সমাধান: শায়খ আহমাদুল্লাহ শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের দেশকে বিএনপি তিনবার ও আ.লীগ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: চরমোনাই পীর টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন

ইবির প্রশাসনিক ৯ পদে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রক্টর, ছাত্র উপেদষ্টা, পরিবহন প্রশাসক ও পাঁচটি আবাসিক হলের প্রাধ্যাক্ষসহ মোট ৯ পদে পরিবর্তর করেছে প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রশাসন এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী নতুন দ্বায়িত্ব প্রাপ্তদের চিঠি পাঠানো হচ্ছে। আগামী ১ বছরের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।’

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রক্টর পদে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহ সিজার, ছাত্র উপদেষ্টা হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনেশন বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণকে দায়িত্ব দেয়া হয়েছে।

পরিবহন প্রশাসক হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজোয়ানুল ইসলাম, ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তন কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক হিসেবে অধ্যাপক ইয়াসিন আলীকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানা যায়।

এছাড়া ৫ টি হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দিয়েছেন কতৃপক্ষ। দাবি ছিল, যেসব শিক্ষক নেতারা দুই বছর একই পদে রয়েছে তাদের দপ্তর পরিবর্তন করা ও যেসব শিক্ষক নেতারা মোট ৫ বছর প্রশাসনিক পদে দায়িত্ব পালন করছে তাদের পরিবর্তে নতুনদের সুযোগ দেয়া। এসব দাবি আমলে নিয়ে প্রশাসন এ রদবদল দিয়েছেন বলে ফোরমের নেতারা গণমাধ্যমকে জানিয়েছে।

মাঠে ৬ ইসলামি দলের ৩৬৭ প্রার্থী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ