শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


বুধবার মাজার জিয়ারতের পর মাঠে নামবে ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে হজরত শাহজালাল রহ. ও শাহপরান রহ. ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত করে কাল থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণায় নামবে জাতীয় ঐক্যফ্রন্ট।

জানা যায়, বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে সিলেট যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

তার সঙ্গে থাকবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানসহ জোট ও বিএনপি নেতারা।

নেতারা জানিয়েছেন, সিলেটে হজরত শাহজালাল রহ. ও হজরত শাহপরাণ রহ. মাজার জিয়ারত শেষে প্রচার কাজে অংশ নেবেন তারা।

একইদিন তারা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর কবরও জিয়ারত করবেন।

এদিকে বিএনপি নির্বাচন পরিচালনায় সার্বিক বিষয় পর্যবেক্ষণ করতে বেশকিছু উপকমিটি গঠন করেছে। যারা ইতোমধ্যেই মাঠে নেমেছেন বলে জানিয়েছেন নেতারা।

খালেদার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত আদেশ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ