রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

‘রাসুলের আদর্শ মানলে সাদপন্থীরা নবীর ওয়ারিসের ওপর হামলা চালাতো না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১ ডিসেম্বর ইজতেমা মাঠে সাদপন্থীদের তান্ডব মুসলমানদের ওপর ইংরেজদের প্রোপাগান্ডাকেও হার মানিয়েছে। যদি তারা রাসুল সা. এর সীরাত এর ওপর অটল থাকতো তাহলে কখনোই এমন নাজুক মুহূর্তে দুঃসাহস দেখাতে পারতো না।

আজ শুক্রবার রাজধানীর পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরী আয়োজিত সত্যের দিশারী মুক্তির দূত রাসুল সা. এর সীরাত শীর্ষক আলোচনা সভায় মাওলানা জুনায়েদ আল হাবীব এসব কথা বলেন।

তিনি বলেন, এ হামলার মূল হোতা ইঞ্জিনিয়ার ওয়াসিফ, নাসিমরা নিরীহ মাদরাসা ছাত্রদের অতর্কিত আক্রমণ করে এটাই বুঝাতে চেয়েছে যে, তারা ভিনদেশীদের এজেন্ট হয়ে বাংলাদেশ থেকে বিশ্ব ইজতেমা বন্ধ করার পাঁয়তারা চালাচ্ছে।

তিনি আরো বলেন, সাদপন্থীরা রাসুলের সীরাত অধ্যায়ন ও আমল করলে নবীর ওয়ারিসদের হতাহত করে একথা বলতে পারতো না। তাদের এই তান্ডব রানী হায়েনা ইসাবেলার কুখ্যাত ইতিহাসকেও হার মানিয়েছে।

তিনি আরো বলেন, যারা বাংলাদেশ থেকে দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমা বন্ধ করে একঢিলে দুই পাখি মারার পায়তারা করছেন, তারা সাম্রাজ্যবাদের দালাল।

নগর সিনিয়র সহ সভাপতি মুফতি মুহাম্মাদুল্লাহ কাসেমী এর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ এর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী মুনীর হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদিন, জমিয়ত ঢাকা মহানগরী এর শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মুফতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন, ঢাকা মহানগর সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, ইমাদুদ্দীন হামদুল্লাহ, সহ সাধারণ সম্পাদক শাহজাহান নূর প্রমুখ।

সাদপন্থীদের হামলায় গুরুতর আহত এক মুক্তিযোদ্ধার আকুতি!

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ