রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

'গুম-খুন, মাদক-দুর্নীতি দমনে হাতাপাখায় ভোট দিন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: জুলুম, নির্যাতন, হত্যা, গুম, খুন, রাহাজানি, মাদক ও দুর্নীতি দমনে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান ইসলামী অান্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-৪ অাসনের সংসদ সদস্য পদপ্রার্থী অালহাজ্ব অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ্ অাল-মাদানী।

শুক্রবার বেলা ৩ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন কদমতলী থানার উদ্যোগে শাখা সভাপতি মুহাম্মাদ সালাহউদ্দিন অারেফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাসিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে তিনি এমন আহবান জানান।

প্রধান অালোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলনের সেক্রেটারী জেনারেল ছাত্রনেতা এম. হাছিবুল ইসলাম।

তিনি বলেন, দেশের ছাত্ররাজনীতিতে অাদর্শগত পরিবর্তন অানতে ইশা ছাত্র অান্দোলন চেষ্টা করে যাচ্ছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামী অান্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অালহাজ্ব অানোয়ার হোসেন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবীর, ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন ঢাকা মহানগর পূর্বের সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

অারো উপস্থিত ছিলেন ইসলামী যুব অান্দোলন কদমতলী থানার সভাপতি শেখ রশীদ অাহমদ, ইসলামী অান্দোলন বাংলাদেশ ৫৩নং ওয়ার্ডের সভাপতি জাফর মাহমুদ বেপারী, সাধারণ সম্পাদক মোাশাররফ হোসেন, ইসলামী অান্দোলন বাংলাদেশ ৫৮নং ওয়ার্ড সভাপতি সুলতান অাহমদ খান, সোহাইল ইসলাম সোহেল প্রমুখ।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ