শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


​নির্বাচনের সময় বৃটিশদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন সামনে রেখে বৃটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের প্রতি সতর্ক করেছে যুক্তরাজ্য। দেশটি তার নাগরিকদের নির্বাচনকালীন সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

যুক্তরাজ্য জানিয়েছে, ১০ ডিসেম্বর নির্বাচনের আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরুর দিনের পর থেকে সে দেশের নাগরিকরা যেন সতর্ক হয়ে চলা ফেরা করেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বৃটিশ দূতাবাস থেকে জারি করা এক সতর্কবার্তায় এ কথা বলা হয়।

সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশে আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষিত তফসিল মতে ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু হবে। ওই সময়ে রাজনৈতিক সভা-সমাবেশ থেকে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এই অবস্থায় বাংলাদেশে ভ্রমণকারী বৃটিশ নাগরিকদের রাজনৈতিক সভা-সমাবেশ এবং বড় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যা হয়েছে: তদন্ত সংস্থা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ