আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বলেছেন, দেশে আরেকটি প্রহসনের নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে।
ক্ষমতাসীন দলের নীলনক্সা বাস্তবায়নে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। ঠুনকো অযুহাতে বিরোধী দলের শত শত প্রার্থীর মনোনয়ন বাতিল নির্বাচন কমিশনের সরকারপ্রীতির নগ্ন বহিঃপ্রকাশ। আওয়ামী সরকারের সাজানো দলীয় প্রশাসনকে দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় ইসি সেটা বুঝেও না বুঝার ভান করছে।
সবার জন্যে সমান সুযোগ তথা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর জন্যে ইসির কোন পদক্ষেপ নেই। বিরোধী দলীয় সংসদ সদস্য প্রার্থী, সমর্থক, কর্মীদের উপর গ্রেফতার নির্যাতন চলছে। সারাদেশে নতুন নতুন রাজনৈতিক মামলা হচ্ছে। কিন্তু এভাবে আরেকটি প্রহসনের নির্বাচন দেশবাসী কোনভাবেই মেনে নিবে না।
আবার ভোটের নামে জবরদস্তি করে ক্ষমতায় আঁকড়ে থাকার চেষ্টা করলে সরকার ও তাদের সহযোগীদের জনতার রুদ্র রোশে পতিত হতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল সন্ধ্যা ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।
মাওলানা আহমদ আলী কাসেমী, প্রশিক্ষন সম্পাদক- অধ্যাপক আবদুল হালিম, এডভোকেট মোঃ মিজানুর রহমান, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা আজীজুল হক প্রমুখ। বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাছাইয়ে বৈধ ঘোষিত ১৫টি সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীদের পক্ষে সার্বিক নির্বাচনী তৎপরতা পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সকল আসনে নির্বাচনী তৎপরতা জোরদারের উপর গুরুত্বরোপ করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাছাইয়ে বৈধ ঘোষিত ১৫টি সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীগণ হলেন: ড. আহমদ আবদুল কাদের (হবিগঞ্জ- ৪), মাওলানা এস এম সাখাওয়াত হোসাইন (খুলনা-৪), মাওলানা আবদুল বাসিত আজাদ ( হবিগঞ্জ-২), মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন (সুনামগঞ্জ- ৫), মুহাম্মদ মুনতাছির আলী (সিলেট-২), হাফেজ মাওলানা নোমান মাযহারী (কুমিল্লা-৭), মাওলানা আহমদ বিলাল (মৌলভীবাজার-৩)।
আলহাজ্ব মোঃ দিলওয়ার হোসাইন (সিলেট-৩), মাওলানা মুফতি শিহাবুদ্দীন (চট্টগ্রাম-৫), মাওলানা আবু সাইয়েদ (কুড়িগ্রাম-৪), অধ্যাপক তৌহিদুর রহমান মন্ডল রাজু (রংপুর-৩), অধ্যাপক রুহুল আমিন কামাল (বরিশাল-৪), হাফেজ কবির হোসেন (নারায়নগঞ্জ-৫), এডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম (ময়মনসিংহ-১) ও মাওলানা আবদুল আলী আরমান (নোয়াখালী-৪)।