আওয়ার ইসলাম: আগামী একাদশ নির্বাচনে ঐক্যফ্রন্টের ইশতেহার আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
আজ বুধবার বিকেলে রাজধানীর প্রিতম-জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে অর্থাৎ ৮ ডিসেম্বরের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির আলাদা কোনো ইশতেহার হবে না একটাই হবে।’
সরকার বেকায়দায় পড়েছে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসায় মন্তব্য করে ড. কামাল হোসেন বলেন, ‘আমরা তো এটা অনুভব করছি যে, সরকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তাদের প্রচণ্ড ধারণা ছিল যে, ২০১৪-তে যেনতেনভাবে নির্বাচন করে তারা ১০ বছর কাটিয়ে দিয়েছে। এবারও আমরা (জাতীয় ঐক্যফ্রন্ট) অপ্রস্তুত, আমরা তো নির্বাচনের অংশগ্রহণ করব না, তারা আরো পাঁচ বছর পেয়ে যাবে।’
যখনই আমরা নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলাম, তখন থেকে দেখছি, তাদের মধ্যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সে কারণেই আমরা মনে করি, আপনারাই হচ্ছেন পাহারাদার। আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন। আপনারা পাহারা দিলে, আমরা আশা করি সরকার যতরকম সরকারের সব অপচেষ্টা মোকাবেলা করে মানুষের যেটা প্রাপ্য, সেটা আদায় করা যাবে’ বলেন কামাল হোসেন।