আওয়ার ইসলাম: আগামী একাদশ নির্বাচনে জোটগতভাবে নির্বাচনী প্রতীক জানাতে আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।
এর আগে আজ দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের আইন পেশার চেম্বারে ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মান্না বলেন, জোটগতভাবে নির্বাচন করলে জাতীয় ঐক্যফ্রন্টের কমন প্রতীক ‘ধানের শীষ’ হবে। মান্না
আরো বলেন, ‘আজকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা যতগুলো দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট করেছি, আমরা সকলে একটি কমন প্রতীকে নির্বাচন করব। সেই কমন প্রতীক হবে ধানের শীষ।’
‘একঘণ্টার জন্যও নির্বাচন পিছিয়ে যাক আমরা চাই না’
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        