শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


বন ও গণশিক্ষা প্রকল্পে ২০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকসই বন ও জীবিকায়ন এবং প্রাথমিক ও গণশিক্ষার দুটি প্রকল্পে ২০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। মঙ্গলবার সকালে রাজধানীর এনইসিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাথে এ সংক্রান্ত চুক্তি সই করেছে বিশ্বব্যাংক।

এসময় বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মনোয়ার আহমেদ এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা অফিসের আঞ্চলিক পরিচালক কিমিয়াও ফান ঋণচুক্তিটি সই করেন।

চুক্তিতে টেকসই বন ও জীবিকায়ন প্রকল্পে ১৭ কোটি ৫০ লাখ ডলার এবং প্রাথমিক ও গণশিক্ষার একটি প্রকল্পে অতিরিক্ত অর্থ সহায়তায় আড়াই কোটি ডলার অর্থায়ন করা হবে।

৫ বছর মেয়াদী এ প্রকল্পের আওতায় থাকবে, প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, তথ্য পদ্ধতি ও প্রশিক্ষণ প্রদান, গবেষণা ও পরিবীক্ষন। ঋণটি ৩০ বছরে ১ দশমিক ২৫ শতাংশ সুদ হারে পরিশোধ করতে হবে।

এছাড়া আড়াই কোটি ডলারের অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য নতুন শিক্ষাকেন্দ্র তৈরিসহ শিক্ষক নিয়োগ ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম নেয়া হবে।

আরো পড়ুন- সাইফুল ইসলামের মৃত্যুতে হাইয়াতুল উলইয়ার শোক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ