শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


আজ সংলাপে থাকছে বাংলাদেশ খেলাফত মজলিসও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্ট ও বিকল্পধারার পর আজ নির্বাচন বিষয়ে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সংলাপে বসবেন হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নেতৃত্বধীন সম্মিলিত জাতীয় জোটের থাকা শরীক দল বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারাও এতে অংশ নেবেন বলে জানা গেছে।

গণভবনে আজ সন্ধ্যায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে ১ নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়।

জানা যায়, সম্মিলিত জাতীয় জোটের শরীক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি হিসেবে দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সংলাপে অংশ নেবেন।

সংলাপে আগামী জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সম্পর্কে আলোচনা হবে দুই পক্ষের মধ্যে।

প্রধানমন্ত্রী  ১ নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করেন। এরপর যুক্তফ্রন্টের সঙ্গেও সংলাপ অনুষ্ঠিত হয়। তবে সংলাপ ফলপ্রসূ হয়নি দাবি করে ঐক্যফ্রন্ট পুনরায় সংলাপের জন্য চিঠি দিয়ে প্রধানমন্ত্রী পুনরায় আলোচনায় রাজি হয়েছেন।

৭ নভেম্বর বুধবার দ্বিতীয় বারের মতো ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ নির্ধারিত হয়েছে।

মিডিয়ায় যেভাবে এলো শোকরানা মাহফিলের সংবাদ

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ