বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সিলেটে দারুস সুন্নাহ মাদরাসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নে ফুলতলী সমর্থিত পুরান কালারুকা দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসার পুরস্কার বিতরণী জলসায় হামলার প্রতিবাদে ১লা নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা সচেতন নাগরীক ফোরামের ডাকে সোনাতলা বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি মতিয়ারচর পয়েন্টে এক সপ্তাহের আল্টিমেটাম ঘোষণা করে সমাবেশ সমাপ্ত হয়। নাগরীক ফোরামের আহবায়ক মাওলানা আজির উদ্দিন পাশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সোনাতলা সিরাজুল ইসলাম মাদরাসার শিক্ষক মাওলানা ইব্রাহীম আলী, মাওলানা কারী নূরুল হক, মাওলানা শরিফ উদ্দিন।

সাহেব বাজার হাইস্কুলের শিক্ষক আলহাজ্ব মাওলানা শামসুর রহমান, ইউপি সসদস্য মোঃ শাহ নূর আলম, কাজিরগাঁও মাদ্রাসার শিক্ষক মাওলানা তাজ উদ্দিন, মাওলানা আব্দুর রুপ, রাজারগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফারুক আহমদ, যুবলীগ নেতা আব্দুল বাসিত, তাজির আলী, মাওলানা মাহবুব রব্বানী, সিএনজি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মশাহিদ আলী।

মাওলানা আব্দুল করিম, হাফিজ হাবিবুর রহমান, হাফিজ শাহিন আহমদ, রুকন উদ্দিন, ছাতক তালামিযে ইসলামীয়র সভাপতি, সদর পশ্চিমের সভাপতি রুকন উদ্দিন, সদর খানকা কমিটির সভাপতি নুরুল ইসলাম, বেলাল আহমদ, সুমন আহমদ মইমুন মাইক এর সত্ত্বাধিকারী নুরুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য গতকাল ৩১ অক্টোবর বুধবার কালারুকা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার ওয়াজ মাহফিলে কওমি মাদরাসা সমর্থিত সংঘবদ্ধ দূর্বৃত্তরা হামলা চালিয়ে ওয়াজের প্যান্ডাল, মাইক, ও মাদ্রাসার আসবাবপত্র ভাংচুর ও ছাত্র-শিক্ষকদের উপর হামলা চালিয়ে ৬/৭ জনকে আহত করে।

এদিকে সচেতন নাগরীক ফোরামের ব্যানারে হামলাকারী খলিল ও আয়না গংদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি এবং মাদরাসার। ক্ষয়-ক্ষতি পূরণ আহতদের চিকিৎসা ব্যয়ভার প্রদানের দাবী জানিয়ে ৮দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে।

আগামী কাল ২ নভেম্বর উপজেলার সুধীজনদের সাথে মত বিনিময়, ৩ নভেম্বর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের সাথে গনসংযোগ, ৪ নভেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলীপি প্রদান, ৫ থেকে ৭ নভেম্বর উপজেলার রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, ৮ নভেম্বর কালারুকা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা মাঠে প্রতিবাদ সমাবেশের মাধম্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আসিয়া বিবির বেকসুর খালাস!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ