বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বগুড়ায় মাদরাসার কূপে পড়ে শিশু শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শিবগঞ্জের মোকামতলার গণেশপুর হাফেজিয়া মাদরাসার কূপ থেকে আল-হাসিব (৫) নামে নূরানি বিভাগের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকালে নিখোঁজ হওয়ার পর গভীর রাতে তার লাশ মাদরাসার টয়লেটের পাশে কূয়ার ভেতর পাওয়া যায়।

পুলিশ ধারণা করছে, হাসিব গাছ বেয়ে কূয়ার পাশের ছাদে ওঠার চেষ্টা করলে ওই কূপে পড়ে মারা যায়।

এর আগে শিশুর মা রাশেদা বেগম বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মাদরাসার প্রিন্সিপালসহ ৪ শিক্ষক ও ম্যানেজিং কমিটির ৩ সদস্যের বিরুদ্ধে অবহেলায় তার ছেলের মৃত্যু হয়েছে উল্লেখ করে মামলা করেন।

অভিযোগ যাওয়ার পর পুলিশ মাদরাসা মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাককে গ্রেফতার করেছে।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, হাসিব মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যবসায়ী আবদুর রাজ্জাকের ছেলে। প্রায় ৬ মাস আগে হাসিবকে গণেশপুর হাফেজিয়া মাদরাসায় হেফজ বিভাগে ভর্তি করা হয়।

তিনি জানান, মাদরাসার একতলা নতুন ভবনের পাশে একটি পরিত্যক্ত টয়লেটের অরক্ষিত কূপ ছিল। পাশেই আতা গাছ দিয়ে ছাত্ররা ছাদে উঠত। বুধবার বিকালে হাসিবকে আনতে গেলে তাকে মাদরাসায় পাওয়া যায়নি। তার সন্ধান পেতে মাইকিং করা হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত আড়াইটার দিকে প্রায় ১০ ফুট গভীর ওই পরিত্যক্ত কূপে পানির নিচে তার পা দেখতে পাওয়া যায়।

পুলিশ জানায়, গ্রামবাসীদের দাবির মুখে অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মাওলানা আবদুর রাজ্জাক জানান, দীর্ঘদিন পরিত্যক্ত টয়লেটের কূপের ঢাকনা নেই। বাচ্চারা পাশে খেলাধুলা করে। তার ধারণা, খেলতে গিয়ে শিশু হাসিব কূপে পড়ে মারা গেছে।

অমৃতসরে দুর্ঘটনায় আহতদের রক্ত দিয়ে প্রশংসিত মাদরাসা শিক্ষার্থীরা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ