বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কিশোরগঞ্জ জোড়ে খেলাফত যুব মজলিসের বিনামূল্যে শরবত বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

তপ্ত দুপুর৷ চলছে ওয়াজাহাতি জোড়৷ জড়ো হয়েছেন লাখো মুসলী৷ তিল ধরার ঠাঁয় নেই। আগত মুসল্লীরা গরমের তীব্রতায় দুর্বল হয়ে পড়েছেন। লোক সমাগের তুলনায় পানি টিউবওয়েলের ব্যবস্থা নেই তেমন।

মুসল্লীদের মাঝে অস্থিরতা বিরাজ করছে। লাখো মুসল্লী তৃষ্ণার্ত। লাখো মুসল্লীদের সেবায় এগিয়ে এলো বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার কর্মীরা।

আজ ৩১ অক্টোবর (বুধবার) কিশোরগঞ্জ তাবলিগ জামাতের চলমনা সঙ্কট নিরাসনে কিশোরগঞ্জে ইমাম উলামা ও তাবলিগ সাথীদের আয়োজনে ওয়াজাহাতি জোড় ও সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এতে তারা
বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করে হাজারো মুসল্লি ও পথচারীদের হৃদয়ে জায়গা করে নেন৷

শামীম নামের আগত এক মুসল্লি আওয়ার ইসলামকে  জানান, মানবতার সেবা রাসুল সা. শিক্ষা দিয়েছেন। আমরা আজ হুজুরদের থেকে সে শিক্ষা পাচ্ছি। তরাই এগিয়ে আসে সবসময় মানুষের দুঃখ কষ্টে সবার আগে। তারা আজ যে কাজটি করেছে, এতে প্রশংসার দাবি রাখে।

নান্দাইল থেকে আগত আরেক মুসল্লি তাদের কাজে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, রোদের তাপের মানুষ যতটা দুর্বল হয়ে পড়েছিল তাতে সুস্থভাবে বাড়ি ফেরার উপায় ছিল না। আমি খেলাফতের কর্মীদেরকে হৃদয় উজার করে ভালোবাসা ও দোয়া দিলাম।

আলাপকালে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদ আলী আওয়ার ইসলামকে জানান, আমাদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা মামুনল হক সাহেবের নির্দেশ প্রতি দুই মাস অন্তর অন্তর মানব সেবা মূলক কাজ করা হয়।

আমরা ইতোমধ্যে রাস্তা মেরামতের কাজ করেছি। আজ আগত মুসল্লিদের পানির তৃষ্ণা দেখে আমাদের বসে থাকা মুনাসিব মনে হচ্ছিল না। মানুষ মানুষের জন্য তাই, আজ আমরা আগত মুসল্লি ও পথচারীদের জন্য মানবসেবামূলক এই কাজটি করতে পেরে খুব আনন্দ অনুভব করছি।

এ সময় খেলাফত যুবমজলিসের কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা উসমান গনী,
বাইতুল মাল সম্পাদক আব্দুল মান্নান খান এবং কিশোরগঞ্জ পৌর উপশাখা সহসভাপতি মুহাম্মদ হাবীবুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ