শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


একমাত্র তুরস্কই পারবে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেক দিন থেকেই মুসলিম বিশ্বে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এ কারণে এরদোগানকে মুসলিম বিশ্বের ‘অঘোষিত সেনাপতি’ নামে অভিহিত করে থাকেন অনেকে। এবার খোদ তুর্কি প্রেসিডেন্ট নিজেই মুসলিম বিশ্বে তুরস্কের প্রভাবের কথা বললেন।

এরদোয়ানঃ দ্যা চেঞ্জ মেকার

সোমবার দেশটির ধর্মীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এরদোগান বলেন, তুরস্ক একমাত্র দেশ যা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারে।

তিনি বলেন, তুরস্ক মুসলিম বিশ্বের একমাত্র দেশ যা বিশ্বাস ও শান্তির জন্য আস্থাশীল। তুরস্কের আছে সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস বৃদ্ধি ও ভৌগোলিক অবস্থান। বিভিন্ন দেশের শান্তির জন্য তুরস্কের প্রতি বিশ্বাস রয়েছে। আর এ জন্যই তুরস্ক মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারে।

এ সময় এরদোগান ৭ হাজার ৫০০ দায়ের সন্ত্রাসীকে নির্মূল করেছেন বলেও জানান। তিনি বলেন, যে কোনো মূল্যে সন্ত্রাসীদের দমন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। সাম্প্রতিক সময়ে তুরস্ক কর্তৃক প্রায় সাড়ে ৭ হাজার সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে বলেও দাবি করেন এরদোগান।

সূত্র: ইয়ানি সাফাক

‘এরদোগান অঘোষিতভাবে মুসলিমজাতির সেনাপতির স্থান দখল করে নিয়েছেন’

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ