বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ও ডিসিকে স্মারকলিপি পেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আসহাব উদ্দিন: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও তফসীল ঘোষণার পর সেনা মোতায়েনসহ ১০ দফা দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আজ রবিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান পুলিশী বাধা সত্বেও সুশৃংখলভাবে সম্পন্ন হয়েছে।

বিকাল ৩ টায় কোর্ট বিল্ডিং সংলগ্ন সরকারি মুসলিম হাইস্কুলের সামনে জমায়েত শেষে নগর সভাপতি ও কেন্দ্রীয় নেতা আলহাজ্ব জান্নাতুল ইসলাম ও নগর সেক্রেটারি আলহাজ্ব আল মুহাম্মদ ইকবালের নেতৃত্বে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন ইসলামী আন্দোলন নেতাকর্মীরা।

মিছিল পুর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেন, অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী মেনে নিয়ে সংসদ ভেঙে দিতে এবং সব দলের অংশ গ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, নগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাসেম মাতুব্বর, নগর সেক্রেটারি আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম ১০ চান্দগাও-বোয়ালখালী আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ডাক্তার ফরিদ খান।

সন্দীপ আসনের প্রার্থী সাবেক ছাত্রনেতা মাওলানা মনসুরুল হক জিহাদী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, নগর জয়েন্ট সেক্রেটারি ডাক্তার রেজাউল করিম, মাওলানা সানাউল্লাহ নুরী, অধ্যাপক রফিকুল আলম, মাওলানা জসিম উদ্দীন, শ্রমিক নেতা ইব্রাহিম খলিল, আবু তাহের প্রমুখ।

বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গেলে পুলিশ পথ রোধ করে। পরে সেখান থেকে আলহাজ্ব জান্নাতুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

উল্লেখ্য: গত ৫ অক্টোবর জাতীয় মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম জেলায় জেলায় ভিক্ষোভ মিছিল ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।

আরো পড়ুন-
এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?
ঐক্য প্রক্রিয়া নিয়ে মাহী-মান্নার ফোনালাপ ফাঁস
আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী
পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ