বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষা একটি দেশের উন্নয়নের যথেষ্ট ভূমিকা রাখে, তাই বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বিদ্যুতায়ন কৃষিসহ সর্ব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।

শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদরাসার অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল মজিদ খান এ কথাগুলো বলেন।

মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মাসুদুর রহমান খান সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষক হাফেজ সুহাইল আহমদ। স্বাগত বক্তব্য দেন মাদরাসার সুপার নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শুকুরানা, মাদরাসার প্রতিষ্ঠাতা আশিকুর রহমান কোরাইশী, চেয়ারম্যান হবিবুর রহমান, বিএসডি মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওঃ মোবাশ্বির আহমেদ।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মহিবুর রহমান, আব্দুর রহমান, সালামত আলী খান, আবুল মনছুর তুহিন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি প্রফুল্ল বৈষ্ণব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছায়েব আলী , যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বল, মেম্বার মাহমুদ আখঞ্জী, ধন মিয়া, সাদিকুর রহমান, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ আবু সাঈদ।

অনুষ্ঠানের শেষাংষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ