মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


'প্রতিটি পাড়া-মহল্লায় নুরানি শিক্ষাকেন্দ্র গড়ে তুলুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রতিটি প্রতিটি পাড়া-মহল্লায় নুরানী শিক্ষা কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি বলেছেন, নাস্তিক্যবাদী শিক্ষাব্যবস্থা জাতিকে গলাটিপে হত্যার নামান্তর। আপনারা প্রতিটি পাড়া-মহল্লায় নুরানী শিক্ষাকেন্দ্র গড়ে তুলুন।

আজ শনিবার (১৩ অক্টোবর) দুপুরে পল্টনস্থ দলীয় কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি হাফেজ মাওলানা তাফহিমুল হকের সভাপতিত্বে এবং সাধারণন সম্পাদক মাওলানা ইসহাক কামালের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি, জমিয়তের সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, যুগ্মমহাসচিব মুফতি মুনীর হোসাইন কাসেমী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে উলামায়ে কেরামের অবদান সবচাইতে বেশী। ঈমান-ইসলাম নিয়ে বহুমুখি ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে যুব জমিয়তের কর্মীদের সোচ্চার হতে হবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। সকল প্রকার হুমকি উপেক্ষা করে ঈমানী চেতনায় উজ্জিীত হয়ে ময়দানে কাজ করতে হবে।  প্রতিটি পাড়া- মহল্লায় নুরানি শিক্ষাকেন্দ্র গড়ে তুলতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব জমিয়তের সহসভাপতি মাওলানা জাবের কাসেমী, মাওলানা আব্দুল্লাহ মাসুদ কাফি,মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল্লাহ আল বাকি, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা রেজাউল কারীম, হাফেজ মাসুদ আজহার, মাওলানা আবুল হোসাইন খান প্রমুখ।

আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ