সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

মিষ্টি বেশি খেলে কি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হবে- যাদের মিষ্টি পছন্দ এই কথা তাদের প্রায়ই শুনতে হয়। তবে  ডায়াবেটিস সম্পর্কে যারা জানেন তাদের কাছে ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে। কারণ মিষ্টি খেলে ডায়াবেটিস হয় এই ভুল ধারণা নিয়ে বসে আছেন এরকম মানুষ নেহাত কম নয়।

অনেক সময় অভিভাবকদের বলতে শোনা যায়, এত মিষ্টি খাস না, ডায়বেটিস হয়ে যাবে ৷ কিন্তু স্বস্তির কথা হল, মানুষের প্রচলিত এই বিশ্বাস একেবারেই ভুল ৷ তবে ডায়বেটিস হলে মিষ্টির উপর কিছুটা রাশ টানা জরুরি ৷

যারা খুব বেশি পরিমাণে মিষ্টি খান তাদের কী ডায়বেটিস হওয়ার কোনওরকম সম্ভাবনা থাকে ? আমরা সাধারণত দু’ভাবে মিষ্টি ইনটেক করি ৷ চা, কফি, দুধে সরাসরি মিষ্টি দিয়ে খাওয়া, আর রোজকার খাবার থেকে মিষ্টি ইনটেক করা ৷ যেমন- পানীয়, ফল, কেক, বিস্কিট এরকম নানা খাবারের মধ্যেই মিষ্টি থাকে ৷

ডায়বেটিসও দু’রকমের হয় ৷ টাইপ ১, টাইপ ২ ৷ টাইপ ১ ডায়বেটিসে ইনসুলিন প্রস্তুতকারক কোষ নষ্ট হয়ে যায়, অন্যদিকে টাইপ ২ ডায়বেটিসে আমাদের শরীর ইনসুলিন ব্যবহার করতে পারে না ৷ এবং জেনে রাখা ভাল কোনও রকম ডায়বেটিসই মিষ্টি খাওয়ার কারণে হয় না ৷

টাইপ ২ ডায়বেটিসের সঙ্গে অবশ্য ওবেসিটির একটা যোগাযোগ রয়েছে ৷ ওবেসিটির একটা কারণ অবশ্যই কর্মবিমুখ লাইফস্টাইল এবং অতিরিক্ত জাঙ্ক ইনটেক করা ৷ আর এই ধরনের জাঙ্ক ফুডের মধ্যে সুগারও থাকে৷ ফলে এই খাবার পরোক্ষভাবে ডায়বেটিসের সম্ভাবনা বাড়াতে পারে ৷

তবে ডায়বেটিস হওয়া মানেই কিন্তু মিষ্টির উপর ১৪৪ ধারা জারি করা নয় ৷ ব্যালান্সড ডায়েটে থাকলে অবশ্যই মিষ্টি খেতে পারেন আপনিও৷

এমপি মনিরুলকে স্কুলছাত্রীদের বরণ করার ভিডিও ভাইরাল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ