বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ত্রিশালে মুফতি আবদুল মুমিনের বিশাল গণসংযোগ ও জনসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা খুরশিদ আলমক্বাসিমী বলেছেন, এলাকার উন্নয়নে রাষ্ট্র বরাদ্ধ দিলেও দুর্নীতিবাজরা সে বরাদ্ধ পরিপূর্ণ উন্নয়ন কাজে ব্যয় না করে লুটে পুটে খায়। এলাকার উন্নয়ন, সন্ত্রাস, দুর্নীত, মাদক বন্ধ ও ইসলাম এবং দেশ বিরোধী ষড়যন্ত রুখতে আলেমদের সংসদে পাঠাতে হবে।

আজ বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ ত্রিশাল উপজেলার উদ্যোগে বালিপাড়া ষ্টেশন বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, ভোট একটি আমানত,  এ আমানত একজন আলেমকে দিলে সে আমানত রক্ষা হবে। তাই আলেমদের সাধারণ সম্পাদক মুফতী আব্দুল মুমিনকে ময়মনসিংহ-৭ আসনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আব্দুল মুমিন একজন আলেম ও রাজনৈতিক পরিবারের সন্তান ত্রিশালবাসী ভোট দিয়ে বিজয় করলে পরিবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

মুফতি আব্দুল মুমিন বলেন, আমি এ এলাকার সন্তান। আমাদের পরিবার অতীতেও আপনাদের পাশে ছিলো আগামীতেও থাকবে। আমাকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে কাজ করতে পারবো।

উপজেলা জেলা সভাপতি মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সাদিক সালিম, পরিষদ সদস্য কাজী ফাবাশ্বির আহমদ, স্থানীয় বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মালেক, মাওলানা নজরুল ইসলাম, বালিপাড়া ইউনিয়ন আহবায়ক মাওলানা আবুল হোসেন, ত্রিশাল পৌর আহবায়ক মাওলানা এনামুল হক, ত্রিশাল ইউনিয়ন আহবায়ক মাওলানা মুজিবুর রহমান ভৈলর ইউনিয়ন আহবায়ক মাওলানা আব্দুস সাত্তার, কাঠাল ইউনিয়ন আহবায়ক মাওলানা মোশাররফ, সাখুয়া ইউনিয়ন আহবায়ক মাওলানা আবুল কালাম, মুখ্যপুর ইউনিয়ন আহবায়ক মাওলানা মোবারক হুসাইন প্রমুখ।

আলেমদের অপপ্রচার বন্ধ করুন; আপনাদের ইতিহাসও আমাদের জানা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ