মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
“মানবিক করিডোর’’প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম

তুহিন হত্যা মামলা: ঘাতক মুন্নার ফাঁসি দাবি হাটহাজারী ছাত্র জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

‘হাটহাজারীতে স্কুলছাত্রী তুহিনের ঘাতক মুন্নার ফাঁসি না হলে আগামীতে এমন মুন্না সমাজে আরো তৈরী হবে। স্ব-ঘোষিত এ খুনির ফাঁসি না হলে বাংলাদেশে অাইন অাছে বলে কিছু বাকি থাকবে না। প্রশাসনের সক্রিয় ভূমিকা রেখে অনতিবিলম্বে এর ফাঁসি কার্যকর করতে হবে।’

আজ (১৯ সেপ্টেম্বর) বুধবার সকাল ১০টায় হাটহাজারী উপজেলা শাখা  ছাত্র জমিয়ত বাংলাদেশ উদ্যোগে হাটহাজারী উপজেলা পরিষদ এর সামনে স্কুলছাত্রী তাসনিম সুলতানা তুহিন এর নৃশংস হত্যাকারী শাহনেয়াজ মুন্নার ফাঁসির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাটহাজারী উপজেলা সভাপতি মাওলানা জাফর আহমদ এসব কথা বলেন।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি এম ফোরকান অালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলুল্লাহর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মানববন্ধন পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা নিজাম সাঈদ।

প্রধান বক্তার বক্তব্যে মাওলানা এমরান সিকদার বলেন, “কুলাঙ্গার মুন্নার অনতিবিলম্বে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। সে হাটহাজারীর মাটি দূষিত করেছে।”

এতে আরো বক্তব্য রাখেন হাটহাজারী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক জনাব মুহাম্মাদ হুসাইন। তিনি ফাঁসির দাবি জানিয়ে বলেন, “এই কুখ্যাত খুনি আমাদের কোমলমতি, নিষ্পাপ মেয়েকে খুবই নির্মমভাবে হত্যা করে। আমরা এই হত্যার বিচার চাই।”

সভাপতির বক্তব্যে এম ফুরকান আলী বলেন, “তুহিন হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। মুন্নাকে উক্তি শেখানো হয়েছে। আমরা আমাদের বোনের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।”

এতে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী পার্বতী মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মিয়া, উত্তরজেলা ছাত্র জমিয়ত সভাপতি সাইফুর রহমান,ছাত্রনেতা শরিফুল ইসলাম, মোহাম্মদ, সাইফুল ইসলাম, জামিল আহমদ, গুলজার সাঈদ,মাহমুদুল হাসান,দিদারুল আলম,তাওহীদুল ইসলাম,বিনইয়ামিন,হাটহাজারী কলেজের ছাত্র ফরহাদ অাহমদসহ উপজেলা ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ