মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
“মানবিক করিডোর’’প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম

গৃহবধূকে প্রকাশ্যে গাছে বেঁধে নির্যাতন, আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় এক নারীকে আমগাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকালে সদর উপজেলার ভাড়–খালি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে।

নির্যাতিত ওই নারী (৫০) জাহাবক্স সরদারের স্ত্রী এবং একই এলাকার ওয়াজেদ সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে ওই নারী সম্পর্কে অশালীন কথাবার্তা বলে আসছিলেন গ্রামের কয়েকজন লোক। এ নিয়ে শত্রুতার সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল ওই নারীকে একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে অশোভন ভাষায় গালাগাল করতে থাকেন প্রতিবেশী আবদার রহমান ও তাঁর ভাই মুজিবর রহমান।

এ খবর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তা ছড়ায়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে।

এ ঘটনায় গ্রেফতার হওয়া চারজন হলেন আবদার রহমান, তাঁর স্ত্রী, ছেলে ফিরোজ রহমান ও ভাই মুজিবর রহমান।

নির্যাতনের শিকার নারীর স্বামী বলেন, তার স্ত্রীকে বিভিন্ন সময় আবদুর রহমান ও কয়েকজন কুপ্রস্তাব দেয়। তিনি বিষয়টি বাড়িতে জানান। এর প্রতিবাদও করেন তাঁরা। কিন্তু বাড়িতে না থাকার সুযোগে তারা তাঁকে গাছে বেঁধে নির্যাতন করেছে। তিনি এর ন্যায্যবিচার দাবি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নির্যাতনের শিকার ওই নারীকে মুক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ