শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭

শিরোনাম :
১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই : প্রেস সচিব আগামীকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-শিশুকন্যার মৃত্যু গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আরও বাড়তে পারে শীত ঢাকা-৮ আসনে লড়তে চান শহীদ ওসমান হাদির বোন মাসুমা উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের দেশ ও জাতির স্বার্থে সবধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলো ভারত তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

তালিবুল ইলমদের উদ্দেশ্যে যা বললেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদ মোস্তফা নাটোরী: জুমাবার বাদ আসর দারুল উলূম হাটহাজারীতে অধ্যয়নরত নাটোর জেলার তালিবুল ইলমরা দারুল উলূম হাটহাজারী'র মহা-পরিচালক,আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এ সময় নাটোর জেলার তালিবুল ইলমদের উদ্দেশ্যে আল্লামা শাহ আহমাদ শফী অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেন।

অত্যন্ত দরদমাখা কন্ঠে বলেন,তোমরা ঐক্যবদ্ধভাবে থাকবে,তাতে অনেক ফায়দা নিহীত আছে। ঐক্যবদ্ধ থাকলে বাতেল শক্তি তোমাদেরকে ভয় পাবে,দ্বীনি অনেক বড় বড় কাজ করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে।

একে অন্যের গীবত শেকায়েত করবে না,কাহারও কোন দোষ দেখলে খায়েরখাহি করবে,দোষ ত্রুটি সংশোধন করে দিবে,এতে ছাওয়াবও পাবে,পরস্পরে ঐক্যও নষ্ট হবে না।

তিনি আরো বলেন,তোমরা নাটোর জেলায় একটি বড় মাদরাসা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। যে মাদরাসা হবে বৃহত্তর উত্তরবঙ্গের মধ্যে ইলম,আমল,তাকওয়া,তাযকিয়াসহ প্রত্যেক বিষয়ে সর্ববৃহৎ।

যে মাদরাসা সকল মানুষের দ্বীনি চাহিদা পূরণ করতে সক্ষম হবে।তৈরী করবে জাতির একনিষ্ঠ রাহবার,যুগশ্রেষ্ট আলিম,বুযুর্গ,মুফতি, মুহাদ্দিস,পীর মাশায়েখ।

তোমাদের নাটোর জেলায় ফেরাকে বাতেলা খুব জোরেসরে কাজ করছে।কাদিয়ানী,খ্রিস্টান মিশনারী,আহলে হাদিস, মওদূদীবাদী,বিদআতী ভন্ড পীর।

তোমারদের মধ্যে যাদের লেখনীর যোগ্যতা আছে,তারা ফেরাকে বাতেলার উপর ছোট ছোট রিসালা লেখার মাধ্যমে ফেরাকে বাতেলার মুকাবেলা করার চেষ্টা করো।

মেহনত করে লেখা পড়া করো,যোগ্য আলিম হয়ে দেশে গিয়ে দ্বীনি খেদমাত করো। আমি তোমাদের জন্য দু'আ করি,আল্লাহ তায়ালা সবাইকে কবুল করেন, হক্কানি আলিম হওয়ার তাওফিক দান করেন,নাটোর একটা বড় মাদরাসা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তা'আলা যাবতীয় ব্যবস্থা করেদেন। আমীন

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ