মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

মুফতি রুহুল আমীনের নির্বাচনী পোস্টার ছেঁড়ার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার পরিচালক মুফতি রুহুল আমীনের ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ফেস্টুনগুলো মুফতি রুহুল আমিনের সমর্থকেরা উপজেলার চাঁচুড়ী বাজারের বিভিন্ন স্থানে টানিয়েছিলেন। মঙ্গলবার ও বুধবার রাতে দুর্বৃত্তরা এসব ছিঁড়ে ফেলে বলে জানা যায়।

মাওলানা শামসুল হক ফরিদপুরীর রহ. ছেলে মুফতি রুহুল আমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন (কালিয়া-সদরের একাংশ) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সে অনুযায়ী এলাকায় তার লোকজন বেশ কাজও করছেন। বিভিন্ন স্থানে ফেস্টুনও টানানো হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ও বুধবার রাতের আধারে কে বা কারা কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারের বকুলতলার আব্দুলের চায়ের দোকানের পূর্বপাশসহ কালিয়া-নড়াইল প্রধান সড়কের দুপাশে লাগানো অনেক ফেস্টুন ছিঁড়ে ফেলে।

‘আমরা সব সময় চেয়েছি শেখ হাসিনাকে ইসলামের কাজে লাগাতে’

এ বিষয়ে মুফতি রুহুল আমীন এলাকার বর্তমান এমপি মুক্তির দিকে অভিযোগ তুলেছেন। তিনি  বলেন, এমপি মুক্তির লোকজন আমার সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে। তারাই ফেস্টুন ছেঁড়ার কাজ করেছে বলেই ধারণা করছি।

বিষয়টি আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান মুফতি রুহুল আমিন।

কালিয়া থানার ওসি (তদন্ত) ইকরামুল হক বলেন, আমরা বিষয়টির খবর নিচ্ছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে মন্তব্য করতে রাজি হননি।

-আরআর

Ecommers-cover-bsofty

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ