শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭

শিরোনাম :
১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই : প্রেস সচিব আগামীকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-শিশুকন্যার মৃত্যু গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আরও বাড়তে পারে শীত ঢাকা-৮ আসনে লড়তে চান শহীদ ওসমান হাদির বোন মাসুমা উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের দেশ ও জাতির স্বার্থে সবধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলো ভারত তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

৩০ অক্টোবরের পর যে কোনো দিন তফসিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ডিসেম্বরের শেষে ভোট হবে-এটা আগেই জানিয়েছে নির্বাচন কমিশন। আর এই ভোট গ্রহণে ৩০ অক্টোবরের পর যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

সোমবার সকালে রাজধানীতে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।

তফসিল ঘোষণার আগে যে সব কাজ থাকে তার ৮০ শতাংশই শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজও শেষ হয়েছে।

সচিব বলেন, তফসিল ঘোষণার পর ভোটগ্রহণে তালিকা প্রকাশ ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। এছাড়া প্রিজাইডিং ও পোলিং অফিসারদের তালিকা প্রণয়ন করা এবং তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে। কেননা অনেকেই বদলি অথবা অবসরে চলে যাবেন।

সব দল ভোটে আসবে আশা করে কমিশন সচিব বলেন, ‘রাজনৈতিক দল মানেই হলো নির্বাচন করা, নির্বাচনের মাঠে থাকা। আমরা আশা করব, সকল রাজনৈতিক দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।’

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ জানিয়ে কমিশন সচিব জানান, এরই মধ্যে আসনওয়ারি সিডি প্রস্তুত করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যেই তা জেলা এবং উপজেলায় তা পাঠিয়ে দেয়া হবে।

এই ভোটাররা ভোট দেবেন মোট ৪০ হাজার ১৯৯টি কেন্দ্রে। এসব কেন্দ্রে বুথ থাকবে দুই লাখ ৭ থেকে ৮ হাজার। আর ভোট গ্রহণ দায়িত্ব পালন করবেন ৪০ হাজার প্রিজাডিং কর্মকর্তা, দুই লাখের মতো সহকারী প্রিজাইডিং কর্মকর্তা।

আর পোলিং অফিসার থাকবের এর দুইগুণ বেশি। সব মিলিয়ে ভোটে দায়িত্ব পালন করবেন প্রায় ৭ লাখ কর্মকর্তা।

গত ৫ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে জানিয়ে সচিব বলেন, এসব নিয়ে আপত্তি বা আবেদন নিবেদন, বাড়ানো বা কমানো, স্থানান্তরের ওপর ৩০ আগস্টের মধ্যে দরখাস্ত চেয়েছিলাম। অনেকগুলো দরখাস্ত পেয়েছি। বিবেচনা করা হচ্ছে।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ