বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

কুরবানির পশুর যত্ন নেবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গরু, ছাগল, উট, দুম্বা দিয়ে ঈদুল আজহায় কুরবানি করা যায়। কিন্তু যে পশু দিয়ে কুরবানি দেন কেন কোরবানির আগের দিনগুলোতে পশুটির যত্ন নিতে হবে। গরু কিংবা ছাগলটিকে পরিষ্কার স্থানে রাখা, সম্ভব হলে গোসল করানো, বেশি করে পানি খাওয়ানো ইত্যাদি।

পশু চিকিৎসকদের মতে, পশু কেনার পর হাট থেকে শুরু করে কুরবানি দেওয়া পর্যন্ত পশুর যত্ন নিতে হবে।

যেভাবে যত্ন নিতে হবে
১. কুরবানির হাট থেকে পশু কিনে দৌড়ে বাড়িতে নেওয়া উচিত নয়। কারণ ওইসব পশুর দৌড়ানোর অভ্যাস নাও থাকতে পারে। এতে গরু বা ছাগলটি ক্লান্ত হয়ে যেতে পারে। হাট থেকে বাড়ির কাছে হলে হেঁটে নেওয়া যেতে পারে।

২. হাট থেকে বাড়ি দূরে হলে পিকআপ ভ্যানে করে পশু নেওয়া যেতে পারে।

৩. পশুর শরীরে কোনো প্রকার ময়লা থাকলে বাড়িতে নিয়ে তা ধুয়ে ফেলতে হবে।

৪. স্যাতস্যাতে জায়গায় না রেখে পরিষ্কার স্থানে রাখতে হবে।

৫. জোর করে বেশি খাওয়ার না দেওয়া। পশুর সামনে স্বাভাবিক খাবার দিতে হবে।

৬. আবহাওয়া গরম থাকলে পানির সঙ্গে স্যালাইন মেশানো যেতে পারে।

৭. তবে কোরবানির আগের রাতে বেশি খাবার দেওয়া উচিত নয়।

আরও পড়ুন: সংকটে কাতারকে এগিয়ে নিচ্ছে গরুর খামার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ