মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মোর্শেদুল আমিন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার সকালে জেদ্দা-মক্কা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদুল আমিন কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের সৈয়দ করিমের ছেলে বলে জানা যায়।

নিহত মোর্শেদুল আমিনের সৌদি প্রবাসী চাচাতো ভাই সেলিম আহমদ জানান, কাজের উদ্দেশ্যে জেদ্দা থেকে মক্কা আসার পথে মোরশেদকে বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ বাধায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তার মৃত্যু হয়।

পোকখালী ইউপি মেম্বার কলিম উল্লাহ বলেন, খবর পেয়েছি মক্কা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছে মোরশেদ।

তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরব রয়েছেন। তার একটি মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। তার মরদেহ সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশে তার লাশ আনা যাবে কি না এ ব্যাপরে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ