শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

আলেম সাংবাদিক কেন প্রয়োজন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ইন্টারনেটে বিদেশী ভাষায় ইসলামের যত বিষয় ও তথ্য উপাত্ত পাওয়া যায় তার চার ভাগের এক ভাগও নেই বাংলায়। আবার ইসলাম বিষয়ে গুগল সার্চে যে পরিমাণ তথ্য উপাত্য আসে তার অধিকাংশই বিতর্কিত ও ভুল আকিদার।

মানুষ এখন শেখা ও জানার জন্য ইন্টারনেটমুখি। কিন্তু দীনি বিষয়ের তথ্যের স্বল্পতা মানুষকে ভিন্নমুখী করতে তুলছে দিন দিন। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন মিডিয়ায় দাওয়াতি কাজের আধিক্য এবং নৈতিক সাংবাদিকতা।

এসব বিষয়কে সামনে রেখেই অলনাইন পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজন করেছে বছরব্যাপী সাহিত্য ও সাংবাদিকতা কোর্স। বিগত বছরের মতো এবারও যথা সময়ে শুরু হবে ক্লাস। তার আগে এখন চলছে ভর্তি।

গত ৮ শাওয়াল থেকে ভর্তি শুরু হয়েছে এ কোর্সের। আবাসিক ব্যবস্থাপনায় বছরমেয়াদী এ কোর্সের ক্লাস সিস্টেম কওমি মাদরাসার অন্যান্য শ্রেণির মতোই। এতে ক্লাস নিয়ে থাকেন বিভিন্ন ইসলামিক স্কলার, লেখক ও সাংবাদিকগণ।

কোর্সটির সার্বক্ষণিক পরিচালনায় নিযুক্ত রয়েছেন লেখক তৈরির কারিগর আইয়ুব বিন মঈন। আছেন বিশিষ্ট লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন।

কোর্সটি কেবল লেখালেখি শিখতে আগ্রহীদের জন্যই নয় বরং যারা নিজেদের বিশুদ্ধভাষী হিসেবে গড়ে তুলবে চান কিংবা ওয়াজের মাঠে কাজ করতে চান কিংবা হতে চান ইমাম খতিব তাদের জন্যও উপকারী।

মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন জানান, আমাদের প্রচেষ্টা এমনই। আমরা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ উপযোগী করে গড়ে তুলতে সচেষ্ট।

কোর্সের সমন্বয়ক হুমায়ুন আইয়ুব বলেন, বহু তরুণ লেখালেখি করতে আগ্রহী কিন্তু সঠিক পথ নির্দেশের অভাবে এর থেকে পিছিয়ে থাকেন বা সফল হতে পারেন না। সেসব নবীন ও তরুণ আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ কোর্স হবে সাফল্যের সিঁড়ি।

আবাসিক অনাবাসিক উভয় নিয়মে ভর্তি হওয়া যাবে। ভর্তির জন্য প্রয়োজনীয় সব যোগাযোগের জন্য নিজের নাম্বারে কল করুন- 01917375299, 01515604155, 01821994998।

No automatic alt text available.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ