বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


দারুল উলুম দেওবন্দে ভর্তি কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
দেওবন্দ থেকে

২৩ জুন থেকে দারুল উলুম দেওবন্দে শুরু হয়েছে ১৪৩৯-৪০ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা৷ গতকাল প্রথম জামাত থেকে শরহে বেকায়া জামাত পর্যন্ত ভর্তির জন্য প্রায় সাড়ে চার হাজার ছাত্র অংশগ্রহণ করে ভর্তি পরীক্ষায়৷

আজ হেদায়া থেকে মেশকাত পর্যন্ত জামাতগুলোর জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রায় পাঁচ হাজার ছাত্র এবং আগামীকাল দাওরা ভর্তির জন্য পরীক্ষায় অংশগ্রহণ করবে আরো পাঁচহাজার ছাত্র৷

এরপর এক সপ্তাহের মধ্যে এর ফলাফল বের হলে উত্তীর্ণরা সুযোগ পাবেন পরবর্তী আরো দুটি পরীক্ষায় অংশ নেয়ার৷ পরবর্তী দুটি পরক্ষা থেকে চূড়ান্ত বাছাই করে দ্বিতীয়বার আবার প্রকাশ হবে ফলাফল৷

চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণরাই ভর্তির সুযোগ পাবেন চলতি বছরে৷ চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণদের একটি মৌখিক পরীক্ষার পর শুরু হবে ভর্তির কার্যক্রম৷

‘ইসলামে একসঙ্গে তিন তালাক নেই; সমাজ ভুল ধারণায় বসে আছে’

-আরআর


সম্পর্কিত খবর