বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত পুলিশের বাধার মুখে ইসলামি ৮ দলের গণমিছিল মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ

ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবি, ১১২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সমুদ্রপথে স্বপ্নের দেশ ইউরোপ যাওয়ার পথে তিউনিশিয়ার উপকূলে শনিবার নৌকাডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে।

আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, শনিবার তিউনিশিয়ার উপকূলে অভিবাসীদের নিয়ে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১১২ জন লোকের মৃত্যু হয়েছে। খবর বিবিসি/রয়টার্স

এদিকে রোববার এক প্রতিবেদনে ৫০ জন মারা গেছে বলে সংবাদ প্রকাশ করে তিউনিশিয়া। এতে বলা হয় জীবিত অবস্থায় ৬৮ জনকে দেশটির নৌবাহিনী উদ্ধার করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রাণালয় জানায়, দুর্ঘটনাটির দূরত্ব কার্কেনা দ্বীপ থেকে পাঁচ মাইল এবং সুফ্যাক্স শহরের ১৬ নটিক্যাল মাইল দূরে ছিল।

রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানায়, নৌবাহিনীর হাতে আটক হওয়া একজন বলে, ডুবে যাওয়ার পরে নৌকাটি ফেলে চালক পালিয়ে যায়।

বেকার তিউনিশিয়ান ও আফ্রিকানরা ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে প্রায়ই ইতালির সিসিলিতে যাওয়ার চেষ্টা করে।

গত বছর থেকে ইউরোপে যাওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আগে লিবিয়ার মানবপাচারকারীরা এ পথ ব্যবহার করত।

আইএমও জানায়, তবে একটি চক্র ৫০ হাজার থেকে এক লাখ টাকার বিনিময়ে মাছ ধরার নৌকায় মানবপাচার করছে। সূত্র এএফপি

আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইএমও) জানায়, এ বছর সাগর পাড়ি দিয়ে ৩২০০০ হাজার অভিবাসী ইউরোপ পাড়ি দিয়েছে। তবে সাগর পাড়ি দেয়ার সময় ৬৬০ জন প্রাণ হারায়। যুগান্তর।

আরও পড়ুন : ইউরোপের সবুজ ভূমি পর্তুগালে ইসলাম ও পবিত্র রমজান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ