বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ভারতের নিপাহ মহামারী ছড়াতে পারে সারা বিশ্বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে নিপাহ ভাইরাস ছড়াচ্ছে তা বিশ্বব্যাপী মহামারীর কারণ হতে পারে।

এ পর্যন্ত এ ভাইরাসে সেখানে ১৩ জন মারা গেছে। কেরালায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এ ভাইরাসে মৃত্যুর হার ৭০ শতাংশ এবং এর কোনো ভ্যাকসিন নেই। এর আরেকটি মারাত্মক দিক হচ্ছে এটি আক্রান্ত ব্যক্তিকে কোমায় পৌঁছে দিতে হবে।

বিশ্বস্বাস্থ্য সংস্থা যে আটটি ভাইরাসকে বিশ্ব মহামারীর কারণ মনে করে তার মধ্যে ইবোলা ও জিকার সাথে নিপাহও রয়েছে।

সংস্থাটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ ভাইরাসে আক্রান্তদের সহায়তা করতে সেখানে পৌঁছেছেন।

১৯৯৮ সাল থেকে নিপাহ ভাইরাসে মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে ২৬০ জন নিহত হয়েছে।

প্রথমে শূকর ছিল এ ভাইরাসের বাহন। কিন্তু বর্তমানে বাদুড়ের মাধ্যমে এ ভাইরাস ছড়াচ্ছে। সেই সাথে যেসব পরিবারে লোকজন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, সেখানে কিছু পশুপাখিকেও মরে পড়ে থাকতে দেখা গেছে।

কেরালার কোজিকোড ও মালাপ্পুরাম জেলায় সম্প্রতি দুই শতাধিক লোক নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এর আগে ২০০১ সালে প্রথমে এবং পরে ২০০৭ সালে ৫০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে সম্প্রতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেরকম মনে করা হচ্ছিল, বাদূড় এ ভাইরাস ছড়াচ্ছে, আসলে তা নয়।

কিন্তু পুরো ভারতজুড়ে এই ভীতিই ছড়াচ্ছে দিন দিন। পাশ্ববর্তি দেশগুলোরও ভয় আছে এ ভাইরাস থেকে।

আরো পড়ুন- রোজা হচ্ছে গোপন ইবাদত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ