আবদুল্লাহ তামিম: কানাডার সেনাবাহিনীর সদর দপ্তর তিন সেনাকে শুকরের মাংস ও মূত্র ঢেলে কুরআন অবমাননার দায়ে বহিস্কারের ঘোষণা দিয়েছে।
কানাডিয়ান পত্রিকা দ্য প্রভিনসের বরাতে জানা যায়, সেনাদের ছুটি চলাকালে গত ৩১মার্চ পবিত্র কুরঅানুল কারিমের অবমাননার ঘটনা ঘটে।
সে ঘটনার সঙ্গে কানাডার তিন সেনাসদস্য জড়িত থাকার অভিযোগ আসলে সেনা সদরদপ্তর তদন্ত চালিয়ে তিন সেনাকে দোষী সাব্যস্ত করে। দোষী তিন সেনা কুইতে সেন্ট-জ্যানের রয়্যাল মিলিটারি বিভাগের সেনা সদস্য বলে জানা যায়।
![]()
কুরআন অবমাননার ঘটনা অন্য সেনা সদস্যরা ১০ এপ্রিল সেনা সদরদপ্তরে অবিহিত করলে তারা তদন্তের পর দোষী তিন সেনাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়।
কানাডিয়ান সেনাবাহিনী শুক্রবার একটি ভিডিও বিবৃতিতে বলেছে, কুরআন ধর্মীয় সম্মানিত গ্রন্থ। এর অবমাননা করা একজন সেনা সদস্যের জন্য কখনো উচিত নয়। এই ধরনের বৈষম্য আমাদের মূল বিশ্বাসের বিরুদ্ধে যায়। বিশেষ করে সেনা সদস্যদের থেকে আমরা এমন আচরণ আশা করিনি। তাই তাদেরকে বহিস্কার করা হয়েছে।
সামরিক বাহিনীর প্রধান চার্লস ল্যামার বলেন, কানাডিয়ান বাহিনীর একজন সদস্য কোন ধর্মীয় প্রতীককে এমন অবমাননা করবে এটা কর্তপক্ষ কখনোই মেনে নেবে না।
তিনি বলেন, এই ঘটনায় আমরা সত্যিই দু:খিত। যারা কুরআন অবমাননা করেছে আমরা তাদেরকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভবিষ্যতে এমন নেক্কারজনক ঘটনা যেনো না ঘটে সে দিকে লক্ষ্য রাখার জন্য সবার প্রতি অনুরোধ করছি।
কানাডিয়ান ইংরেজি দৈনিক দ্য প্রভিনসের থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
আরো পড়ুন- রোজাদারকে ইফতার করানোর ফজিলত