বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

রোহিঙ্গা ইস্যু দক্ষভাবে সামলাচ্ছে বাংলাদেশ: কানাডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফনটেইন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে কানাডা বাংলাদেশের পাশে আছে , এ সংকট সমাধানে কূটনৈতিকসহ সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবে তার দেশ।

নানা সীমাবদ্ধতার পরও রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ দারুণ দক্ষতার সঙ্গে সামলাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকে কানাডিয়ান হাইকমিশনার এসব মন্তব্য করেন।

বৈঠক শেষে তোফায়েল আহমেদ বলেন, কানাডা এ দেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী ১০০ ইকোনমিক জোন হচ্ছে দেশে।

প্রয়োজনে তাদের একটি বিশেষ জোন দেওয়া হবে। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে কানাডিয়ান হাইকমিশনার বলেন, মিয়ানমার ও বাংলাদেশ সফর শেষে তাদের রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত বব রে দেশটির সরকারকে একটি প্রতিবেদন দিয়েছে।

ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আগামী সপ্তাহে বিশেষ ঘোষণা আসতে পারে। প্রিফনটেইন জানান, রোহিঙ্গা ইস্যুতে এরই মধ্যে কানাডা সরকার বাংলাদেশকে ৮৫ মিলিয়ন এবং পরে ১৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

এ ছাড়া রোহিঙ্গাদের নিয়ে তার দেশের এনজিওগুলোও কাজ করছে। বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বেশ ভালো। একে আরও বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে হাইকমিশনার বলেন, আমাদের দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক যা আছে আমরা তা আরও বাড়াতে চাই।

কেননা এ দেশের বিপুল জনসংখ্যা, যা জনশক্তি হতে পারে এবং এ দেশের বিস্ময়কর প্রবৃদ্ধি আমাদের আকৃষ্ট করেছে।

বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকে ‘সন্ত্রাসী’ দল হিসেবে কানাডার একটি আদালত আবারও ঘোষণা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কানাডার স্বাধীন বিচারব্যবস্থা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন- রোজার সময় মুসলিমদের ছুটি নিতে বলে বিপাকে ডেনিশ মন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ